স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়ন হয়ে মাঠে নেমেই হেরে গেছে মোহামেডান। বুধবার কুমিলার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মোহামেডানকে ৪-৩ গোলে হারিয়েছে রহমতগঞ্জ।
৩৮ পয়েন্ট নিয়ে মোহামেডানের চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়েছিল শনিবার ফর্টিস এফসির কাছে আবাহনী হেরে যাওয়ায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এটি মোহামেডানের দ্বিতীয় হার।
প্রথম পর্বের শেষ ম্যাচে আলফাজ আহমেদের দল হেরেছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের কাছে। ১৬ ম্যাচ শেষে ২৬ পয়েন্ট নিয়ে কাগজ-কলমে রানার্সআপ হওয়ার দৌড়ে টিকে থাকলো রহমতগঞ্জ। মোহামেডানের পয়েন্ট আগের মতোই ৩৮। কুমিলায় বিকেলের ম্যাচে আবাহনী ৫-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। ১৬ ম্যাচে আবাহনীর পয়েন্ট ৩১। অবনমন হওয়া চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ৩।
দিনের অন্য ম্যাচ ফর্টিস ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ পুলিশের সাথে। পুলিশের পয়েন্ট ২৪, ফর্টিসের ২৩।