মোহরায় মন্দির ও বৌদ্ধ বিহার পরিদর্শনে বিএনপির নেতৃবৃন্দ

3

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে গত মঙ্গলবার নগরের মোহরা ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মন্দির ও বৌদ্ধ বিহার পরিদর্শন করা হয়। এ সময় বিএনপি নেতারা সব রকম বিপদে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এছাড়া হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহবান জানান।
বিএনপির নেতারা জানান, মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে বিভিন্ন মন্দির ও বৌদ্ধ বিহার পরিদর্শন করে তাদের সহযোগিতা করা হচ্ছে। হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের পাশে বিএনপি সবসময় রয়েছে। হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা, সংখ্যালঘু পরিবারের খোঁজখবর নেওয়াসহ নিরাপত্তা নিশ্চিতের কাজও করছেন বিএনপির নেতাকর্মীরা। দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
পরিদর্শনে নেতৃত্ব দেন নগর বিএনপির আহব্বায়ক এরশাদ উল্লাহ। উপস্থিত ছিলেন নাজিমুর রহমান। এরশাদ উল্লাহ বলেন, সংখ্যালঘু বলে দেশে কিছু নেই। সবাই দেশের নাগরিক। হিন্দু-মুসলিম আমরা সবাই ভাই ভাই, এ দেশেরই নাগরিক আমরা। হিন্দু, বৌদ্ধ সম্প্রদায়সহ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব।
নাজিমুর রহমান বলেন, হিন্দু সম্প্রদায়ের লোকজনের ভয়ভীতি দূর করতে আমরা প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে মন্দির পরিদর্শন করে খোঁজখবর নিচ্ছি এবং তাদের সঙ্গে মতবিনিময় করছি। মন্দিরগুলো পাহারায় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি।