নগরীর মেরিডিয়ান কোহিনূর সিটিতে সিঙ্গাপুর ভিত্তিক মোস্তফা মার্ট বাংলাদেশ দ্বিতীয় আউটলেট শুরু করতে যাচ্ছে। সম্প্রতি মেরিডিয়ান গ্রæপের হেড অফিসে আনুষ্ঠানিক সমঝোতার মাধ্যমে মেরিডিয়ান গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক এস এম কামাল পাশা ও সিঙ্গাপুরের মোস্তফা সেন্টারের স্বত্বাধিকারী মুস্তাক আহমদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ হতে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন ও সমঝোতা চুক্তি স্বাক্ষরের ব্যাপারে সম্মতি প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মেরিডিয়ান গ্রুপের ডিরেক্টর আকিব কামাল, সিইও শান্তনু বড়ুয়া এফসিএ, মেরিডিয়ান হোল্ডিংসের সিওও মোহাম্মদ ফাহিম, হেড অফ সেলস খুরশীদ আলম এবং মোস্তফা মার্টের ঊর্ধতন কর্মকর্তা ইথিরাসালু মুথাইয়্যা, মুহাম্মদ ইয়াসিন শাহুল হামীদ ও মোহাম্মদ নিয়াজ আহমেদ ভুঁইয়্যা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সিঙ্গাপুর ভিত্তিক মোস্তফা সেন্টারের সহযোগী প্রতিষ্ঠান, মোস্তফা মার্চ ২০১২ সালে ঢাকায় তাদের প্রথম আউটলেট চালু করে। মোস্তফা মার্ট মেরিডিয়ান কোহিনুর সিটিতে আন্তর্জাতিক এবং স্বনামধন্য ব্র্যান্ডের পণ্যের সমাহার নিয়ে চট্টগ্রামে তাদের প্রথম আউটলেটের যাত্রা শুরু করছে। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বেশকিছু দেশে বর্তমানে তারা সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে। বিজ্ঞপ্তি