মোমবাতি প্রতীকের পক্ষে গণসংযোগ বোয়ালখালীতে

92

আহ্লে সুন্নাত ওয়াল জামাত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী স.উ.ম. আবদুস সামাদ মোমবাতি প্রতীকে ভোট চেয়ে বোয়ালখালী উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। শুক্রবার তিনি উপজেলার চৌধুরী হাট, পশ্চিম চরনদ্বীপ, ফকিরাখালী, পূর্ব চরনদ্বীপ, কানুনগোপাড়া, খানবাহাদুর পাড়া, ধোরলা, উত্তর কড়লডেঙ্গা, মাজার গেইট, দ. কড়লডেঙ্গা তালুকদার পাড়া, উত্তর ভূর্ষি (বেয়াই মার্কেট) আহলা সাদার পাড়া, দাশেরদীঘি পাড় ও কালাইয়ের হাট এলাকায় প্রায় পাঁচ শতাধিক নেতা কর্মীকে সাথে নিয়ে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলার সভাপতি স.ম এনামুল হক, সহ-সভাপতি অধ্যাপক আবুল মনসুর দৌলতি, শাহ আলম, সাধারণ সম্পাদক আকতার হোসাইন তালুকদার, বোয়ালখালী পৌরসভার সভাপতি জাহাঙ্গীর আলম, আলম খান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফকরুদ্দীন, মহিউদ্দীন আলকাদেরী, অধ্যাপক সালাউদ্দীন, শওকত হোসেন ফারুকী, মাওলানা নুরুল ইসলাম রহিমী, মাহাবুব তালুকদার, মাস্টার জাফর আহমদ তালুকদার, ইলিয়াছ, আবদুল করিম তালুকদার, ছাত্রসেনা কেন্দ্রীয় কমিটির অর্থসম্পাদক আবদুল্লাহ আল মামুন, মাওলানা বদিউল আলম, মোরশেদুল আলম লিটন, ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মামুন মেম্বার, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী উপজেলার সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও হোসাইন আজাদ প্রমুখ। বিজ্ঞপ্তি