মোবাইল ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার

5

নিজস্ব প্রতিবেদক

নগরীর বায়েজিদ এলাকা থেকে মোবাইল ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে রৌফাবাদ এলাকার সোহাগ কলোনী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল সেট এবং ৮ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাসেল (৩০) ও মো. শাহন বাবু (২৪)। দু’জনই সোহাগ কলোনীতে বাসা ভাড়া নিয়ে থাকেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার সন্ধ্যায় রৌফাবাদ পাহাড়িকা আবাসিক এলাকার রশিদিয়া মাদ্রাসার সামনে থেকে হিরু দাশকে ঘিরে ধরে কিলঘুঁষি মারতে থাকে ছিনতাইকারীরা। এসময় ভয় দেখিয়ে মোবাইল, নগদ ১০ হাজার টাকা নিয়ে নেয়। পরে জোর করে বিকাশের পিন নাম্বার নিয়ে তার বিকাশ থেকে প্রায় ২২ হাজার টাকা তাদের মোবাইল নাম্বারে নিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনার পর হিরু দাশ বাদী হয়ে মামলা করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ হুক্কার গলি সোহাগের কলোনী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর তল্লাশি চালিয়ে ছিনতাই করা মোবাইল ও ৮ হাজার টাকা উদ্ধার করা হয়। আসামিদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।