মোরা পত্র লেখক সমাজ (মোপলেস) চট্টগ্রাম এর উদ্যোগে ২০ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় কদম মোবারক এম.ওয়াই উচ্চ বালক-বালিকা বিদ্যালয়ে উপমহাদেশের তিনজন বরেণ্য শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়-ভূপেন হাজারিকা-মান্নানদে’কে নিবেদিত স্মরণাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিল্পী ও সংগীত পরিচালক অচিন্ত্য কুমার দাশের পরিচালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী কাকলী দাশগুপ্তা, শিল্পী নারায়ণ দাশ, শিল্পী হানিফুল ইসলাম চৌধুরী, শিল্পী জয়শ্রী চৌধুরী, নৃত্য পরিবেশন করে শিশু শিল্পী আফিয়া ইবনাত স্নেহা। সজল দাশের সঞ্চালনায় বিশিষ্ট কবি ও সংগঠক আশীষ সেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সিনিয়র সহকারী জজ এডভোকেট মনজুর মাহমুদ খান। উদ্বোধক ছিলেন নাট্য ও চলচ্চিত্র অভিনেতা সজল চৌধুরী। প্রধান আলোচক ছিলেন সুজিত কুমার দাশ। বিশেষ আলোচক ছিলেন মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ, সংগঠক সঞ্জয় বনিক, সাংবাদিক ওসমান জাহাঙ্গীর, অধ্যক্ষ রতন দাশগুপ্ত, সংগঠক স.ম. জিয়াউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মোপলেস সভাপতি সজল দাশ। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাউজান শিল্পকলা একাডেমীর তবলা প্রশিক্ষক কানুরাম দে, কবি আসিফ ইকবাল, সংস্কৃতিকর্মী দিলীপ সেনগুপ্ত। প্রধান অতিথি এডভোকেট মনজুর মাহমুদ খান বলেন, যারা সংস্কৃতিকে ভালোবাসে না তারা কখনো অসাম্প্রদায়িক চেতনার মানুষ হতে পারে না। উদ্বোধক নাট্য অভিনেতা ও মিডিয়া ব্যক্তিত্ব সজল চৌধুরী তিনজন বরেণ্য শিল্পীর কর্মময় জীবন নিয়ে আলোকপাত করেন। সভার এক প্রস্তাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, টিভি ও বেতারের নন্দিত সুরকার ও সংগীত পরিচালক বাণী কুমার চৌধুরী’র প্রয়াণে মোপলেস এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। বিজ্ঞপ্তি