সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, করোনা ভাইরাস মহামারির সংকট মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিষয়ে কথা বলেন তারা।রয়টার্স জানিয়েছে, সৌদি যুবরাজের সঙ্গে ফোনালাপে সার্ক দেশগুলোর নেতাদের সঙ্গে তার সাম্প্রতিক ভিডিও কনফারেন্স আয়োজনের কথা উল্লেখ করেন মোদি। ভারতীয় প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়েছে। জি২০ নেতাদের মধ্যেও এমন উদ্যোগ বৈশ্বিক পর্যায়ে কার্যকর ফল বয়ে আনবে বলে তারা একমত হয়েছেন।
ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫২ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। সতর্কতা হিসেবে দেশটিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়েছে ১৭১ জন।