মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধার

3

মীরসরাইয়ে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা জানে আলম চৌধুরী (৭০) মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১২ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাংলানিউজ
জানে আলম চৌধুরী (৭০) মীরসরাই সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম কিছমত জাফরাবাদ এলাকার মোজাফফর আলী চৌধুরী বাড়ি প্রকাশ নওশা মিয়া চেয়ারম্যান বাড়ির মৃত হাফেজ আহম্মদের ছেলে।
জানে আলমের স্বজন মোতাহের হোসেন চৌধুরী বলেন, পরোটা আনার জন্য শুক্রবার সকালে সুফিয়া রোড এলাকায় নুর জাহান ক্লাবের সামনে তার ব্যবহৃত মোটরসাইকেল রেখে রাস্তার পূর্বপাশে গিয়েছিলেন।
রাস্তা পার হওয়ার সময় মহাসড়কের ঢাকামুখি অংশে দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সোহেল সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি।
মীরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কবির হোসেন বলেন, জানে আলম চৌধুরীর জানাজা শুক্রবার মাগরিবের নামাজের পর তাঁর বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।