বাঁশখালী প্রতিনিধি
বাঁশখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় জমির উদ্দীন (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ পূর্ব বৈলগাঁও দমদমা দীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জমির উদ্দীন পূর্ব বৈলগাঁও এলাকার আমির হোসেনের ছেলে। তিনি ৪ কন্যা সন্তানের জনক।
এর আগে মাত্র সাড়ে ১০ ঘন্টা পূর্বে একই ইউনিয়নের ব্রাহ্মণপাড়ার টেক এলাকায় অবিনাশ চন্দ্র নামের এক পথচারী নিহত হয়েছিলেন। সাড়ে ১০ ঘন্টার ব্যবধানে পাশাপাশি এলাকায় সড়কে দু’টি তরতাজা প্রাণ ঝড়ে পড়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, সড়ক পারাপার হতে গিয়ে উত্তর দিক থেকে আসা দ্রুতগতির বেপরোয়া একটি মোটরসাইকেল জমির উদ্দীনকে চাপা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালীর রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের সম্মতিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর চেয়ে পাঁচলাইশ থানায় লিখিত প্রতিবেদন পাঠানো হয়েছে।