মেয়েশিশুকে জীবন্ত কবরের চেষ্টা, ২ ভারতীয় গ্রেপ্তার

19

ভারতের হায়দরাবাদে একটি মেয়েশিশুকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করার সময় পুলিশ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের দাবি, শিশুটি তাদের নাতনি এবং তাকে মৃত ভেবেই কবর দিচ্ছিলেন। সেকান্দারাবাদ নগরীর উপকণ্ঠে মারেদপল্লি শহরে গত বৃহস্পতিবার ওই ঘটনা ঘটে বলে জানায় এনডিটিভি।
পুলিশ জানায়, ‘এক অটো চালক ব্যাগ হাতে দুই ব্যক্তিকে জুবিলি বাস স্ট্যান্ডের কাছে একটি মাঠে মাটি খুঁড়তে দেখে পুলিশকে খবর দেয়। আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই এবং ব্যাগের ভেতর একটি জীবন্ত মেয়েশিশুকে খুঁজে পাই’।
গ্রেপ্তার দুই ব্যক্তি কেরালার করিমনগর জেলার বাসিন্দা। তাদের দাবি, তাদের নাতনি অস্ত্রোপচারের পর নানা জটিলতায় মারা গেছে। যেহেতু কোনো গণপরিবহনে মৃতদেহ নিয়ে উঠা যাবে না তাই তারা শিশুটিকে কবর দেওয়ার সিদ্ধান্ত নেয়।
পুলিশ শিশুটিকে গান্ধী হাসপাতালে ভর্তি করেছে। গ্রেপ্তার দুই ব্যক্তি পুলিশি হেফাজতে আছেন, তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। খবর বিডিনিউজের