চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দের মতবিনিময় সভা গত ১৬ মার্চ রাতে নগরীর কে.সি.দে রোডস্থ নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলার সভাপতি সালেহ আহমেদ সুলেমান। সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ খুরশিদ আলমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী মো. সাহাব উদ্দিন। বক্তব্য দেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক ও খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রির এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগির আহাম্মদ, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও জেলা শাখার কো-চেয়ারম্যান ওসমান গণি চৌধুরী, বিপণি বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার কমিটির সভাপতি মোহাম্মদ সাগির, পাহাড়তলী বণিক সমিতির সভাপতি আবদুস সাত্তার কোম্পানী ও সাধারণ সম্পাদক এসএম নিজাম উদ্দিন, মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাকির হোসেন, লাকী প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি জাহিদ হোসেন, বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম জেলা সভাপতি মৃণাল কান্তি ধর, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সাবেক সভাপতি আবদুল খালেক, পৌর জহুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক আবুল কাসেম চেয়ারম্যান, বৃহত্তর চকবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, বাংলাদেশ সিমেন্ট আয়রন স্টীল মার্চেন্ট এসোসিয়েশন মহাসচিব আশফাক আহাম্মদ, তামাকুমন্ডী লেইন বনিক সমিতির সাধারণ সম্পাদক আহমদ কবির দুলাল, চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমান (কমিশনার), রিয়াজউদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ নুরুল আকবর ও সাধারণ সম্পাদক আবুল কাশেম, পুরাতন গীর্জা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুল হান্নান বাবু, হাজারী লেইন ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. শফিউল আজম, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহানগর শাখার সভাপতি ইলিয়াস আহম্মদ ভূইয়া প্রমুখ।
পশ্চিম ষোলশহরে নৌকা ও টিফিন ক্যারিয়ারের সমর্থনে প্রচারণা : ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে গণ-সংযোগ করেছেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী এবং স্থানীয় কাউন্সিলর প্রার্থী মো. মোবারক আলী। গত মঙ্গলবার বিকালে ওয়ার্ডের ১ নং রেলওয়ে গেইট, মুরাদপুর রহমান টাওয়ার হতে মোহাম্মদপুর, খতিবের হাট, নাজির পাড়া, বিবির হাট, হামজারবাগ, আতুরার ডিপোসহ বিভিন্ন স্থানে সাধারণ ভোটারদের সাথে কুশল বিনমিয় করেন। তাছাড়া নেতা-কর্মীসহ পথসভাও করেন। নৌকার প্রার্থী ছাড়াও ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. মোবারক আলীকে টিফিন ক্যারিয়ার মার্কায়ও ভোট চান নেতা-কর্মীরা। পথসভায় বিভিন্ন স্থানে বক্তব্য দেন মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী, কাউন্সিলর পদপ্রার্থী বর্তমান কাউন্সিলর হাজী মো. মোবারক আলী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, নগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সম্পাদক নোমান আল মাহমুদ, উত্তর জেলা আওয়ামীলীগ নেতা ও চিকিৎসক নেতা ডা. শেখ শফিউল আযম, কে বি এম শাহজাহান, কাজী রাশেদ আলী জাহাঙ্গীর, আব্দুর রহিম, মো. ইস্কান্দর মিঞা, মির্জা আহমেদ, মনির আহমেদ, দেলোয়ার হোসেন বাবুল, সাইফুল ইসলাম, আনোয়ারুল ইসলাম বাপ্পি, জসিম উদ্দিন, লায়ন আলমগীর আলম, এম এ আজিজ, সৈয়দ শামসুল ইসলাম, শাহেদ আলী (রানা), মো. ফরিদুল আলম, জাহেদুল আলম, তসলিম উদ্দিন, শাহজাহান, আজগর আলী মিন্টু, নিজাম উদ্দিন খোকন, তালেব আলী, মিন্টু কুমার দে প্রমুখ। বিজ্ঞপ্তি