মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শেষ চারের টিকেট পেল নির্বাণ

36

প্রথমে গোল খেয়েও মাদারবাড়ী শোভনীয়া ক্লাব কর্তৃক আয়োজিত মেয়র আ জ ম নাছির উদ্দিন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শেষ দল হিসেবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে নির্বাণ। গতকাল কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত ৪র্থ কোয়ার্টার ফাইনালে নির্বাণ ২-১ গোলে মহসীন সাজু ফুটবল অ্যাকাডেমি। খেলার ৪০ মিনিটে, ৫৫ মিনিটে নির্বাণের সাকিব ২টি গোল করে। তবে মহসীন সাজু ফুটবল অ্যাকাডেমির খেলোয়াড়েরা প্রতিপক্ষ কোন কিছু বুঝে উঠার আগেই ৪ মিনিটের মাথায় সুমন গোল করে দলকে এগিয়ে দেন।
দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ১৯ ও ৩৭ মিনিটে মহসীন সাজু ফুটবল অ্যাকাডেমির খেলোয়াড় দিদার ও আনন্দ দুটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করে। নির্বাণের খেলোয়াড় মোঃ সাকিব, ওয়াকিং চুং এবং কমল বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করলেও গোল করতে পারেনি। দ্বিতীয় অর্ধের খেলায় ফিরতে মরিয়া নির্বাণ ক্লাব খেলার ৫১ মিনিটে নাইজেরিয়া খেলোয়াড় ফ্রাঙ্কলিন সহজ সুযোগটি মিস করে। খেলার ৬৩ মিনিটে নির্বাণের খেলোয়াড় সাকিব ১টি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলার ৬৮ মিনিটে মহসীন সাজু ফুটবল অ্যাকাডেমির ঘানার খেলোয়াড় সামসাং আরো একটি সুযোগ নষ্ট করে। খেলার শেষার্ধে ৮১ মিনিটে নির্বাণের খেলোয়াড় সাকিব জয় সূচক ২য় গোলটি করে সেমিফাইালের উঠার গৌরব অর্জন করে।
উক্ত খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় নির্বাণের খেলোয়াড় মোঃ সাকিব। ম্যাচসেরার পুরস্কার প্রদান করেন চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়নের পরিচালক মোঃ ইসমাইল।
খেলায় উপস্থিত ছিলেন ক্লাবের যুগ্ম-সম্পাদক মোঃ রাশেদ খান, সালাউদ্দীন জাহেদ, শাহীন সরওয়ার, ইয়াছির আরাফাত, আলমগীর, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সমন্বয়কারী মোশাররফ হোসেন লিটন, নুর জাহেদ বাবলু, আবু সাঈদ, সাইফুর রহমান রানা, আলাউদ্দিন প্রমুখ।
আগামীকাল শুক্রবার বিকাল ৪ টায় ১ম সেমিফাইনালে প্রতিদ্ব›িদ্বতা করবে বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল অ্যাকাডেমি ও মিরশ্বরাই স্পোর্টিং ক্লাব।