মেসি ম্যাজিকে পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সা

18

মেসি ম্যাজিকে লা লিগায় শীর্ষে ফিরেছে বার্সেলোনা। মেসির জোড়া গোলে রিয়াল ভায়াদোলিদকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে কাতালানরা।
কয়েক দিন আগে রিয়াল বেতিসকে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে বসেছিল গ্রানাদা। সেই গ্রানাদাকে পেছনে ফেলতে হলে জয় প্রয়োজন ছিল বার্সার। ন্যু ক্যাম্পে বার্সা জয়তো পেলোই, অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। দুটি গোলের সঙ্গে বানিয়ে দিয়েছেন আরও দুই গোল। বার্সার হয়ে গোলের শুরুটা করেছিলেন ক্লেমন্ত লংলে। দ্বিতীয় মিনিটে অগ্রগামিতা পেলে ১৫ মিনিটে সমতা ফেরায় ভায়াদোলিদ। তার পর থেকেই শুরু মেসি ম্যাজিকের। তার পাস থেকে দ্বিতীয় গোলটি করেন আর্তুরো ভিদাল। ৩৪ মিনিটে ট্রেড মার্ক ফ্রি কিক থেকে প্রথম গোলের দেখা পান বার্সার প্রাণভোমরা। বাঁকানো ফ্রি কিক থেকে করা দর্শনীয় গোলের এটি ৫০তম ঘটনা মেসির।