স্পোর্টস ডেস্ক
ফ্রি কিক থেকে ইন্টার মায়ামির জার্সিতে ৫০তম গোল করলেন লিওনেল মেসি। ক্লাব বিশ্বকাপে ২-১ গোলে পোর্তোকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে মায়ামি ক্লাব। পোর্তোকে লিড এনে দেন সামু আঘেহোয়া। আট মিনিটে পেনাল্টি থেকে জাল কাঁপান তিনি। দ্বিতীয়ার্ধে ৯০ সেকেন্ডের কম সময়ে গোল শোধ দেয় মায়ামি।
৪৭ মিনিটে উইগান্টের ক্রসে সেগোভিয়া জাল কাঁপান। তারপর মেসির জাদুকরী গোল। পোর্তোর রদ্রিগো মোরার ফাউলে পাওয়া ফ্রি কিক থেকে ৫৪ মিনিটে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ‘এ’ গ্রুপে শনিবার মায়ামির বিশ্বকাপ শুরু হয়েছিল আল আহলির সঙ্গে ড্র করে। পরের দিনে পালমেইরাসের সঙ্গে পোর্তোও একই ফল দেখেছিল।