কোপা আমেরিকার ফাইনালে গোড়ালির চোটে পড়ার পর এখন পর্যন্ত মাঠে নামা হয়নি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। ফলে ইন্টার মায়ামির ম্যাচগুলো তিনি দেখছেন গ্যালারিতে বসে। আবার আর্জেন্টিনার চলমান বিশ্বকাপ বাছাইপর্বেও তিনি স্কোয়াডের বাইরে রয়েছেন। ঠিক কবে নাগাদ মেসিকে মাঠে দেখা যাবে সেই নিশ্চয়তা দিতে পারছেন না কেউ। এরইমাঝে তার জাতীয় দলে ফেরার সম্ভাব্য সময় জানালেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
আগামী মাসে এই তারকার দলে ফেরার আশা এই বিশ্বকাপজয়ী কোচের। এমনকি অক্টোবরে বাছাইপর্বের ম্যাচও খেলতে পারেন মেসি। এ তো গেল জাতীয় দলের বিষয়, তার আগেই তিনি ইন্টার মায়ামির জার্সি গায়ে তুলতে পারেন। ইতোমধ্যে আমেরিকান দলটির হয়ে পুরোদমে অনুশীলন করছেন মেসি, সম্ভবত আগামী শনিবার এমএলএসে খেলতে পারেন ফিলাডেলফিয়ার বিপক্ষে।