মেসির ছোঁয়ায় মেজর লিগ সকারে দর্শকের রেকর্ড

1

স্পোর্টস ডেস্ক

বল পায়ে মাঠে কত রেকর্ডই না গড়েছেন লিওনেল মেসি। এবার তার জাদুকরি উপস্থিতিতে নতুন এক রেকর্ডের দেখা মিলল। মেজর লিগ সকারে দর্শক উপস্থিতির সংখ্যা নতুন এক উচ্চতা স্পর্শ করল, এবং এর সৌজন্যে চলতি মৌসুমে স্পন্সরশিপ থেকে রেকর্ড আয়ও করতে যাচ্ছে প্রতিযোগিতাটি। আসরের প্রথমভাগ বা নিয়মিত মৌসুম শেষে মঙ্গলবার এমএলএস জানিয়েছে, গত বছর থেকে এবার স্টেডিয়ামে দর্শক উপস্থিতি ছিল ৫ শতাংশ বেশি, সংখ্যায় যা এক কোটি ১৪ লাখ ৫০ হাজার।
২০২২ সালের চেয়ে যা ১৪ শতাংশ বেশি। দুই ম্যাচে ছিল ৭০ হাজারের বেশি দর্শক আর পাঁচ ম্যাচে ৫০ হাজারের বেশি। গত এপ্রিলে, মেসির খেলা দেখতে ইন্টার মায়ামি ও স্পোর্টিং ক্যানসাস সিটির মধ্যকার ম্যাচে গ্যালারিতে ছিল ৭২ হাজার ৬১০ জন। গড়ে ম্যাচপ্রতি দর্শকসংখ্যাও নতুন রেকর্ড গড়েছে, প্রতি ম্যাচে যা ২৩ হাজার ২৩৪ জন। মোট ২১৩ ম্যাচে সব টিকেট বিক্রি হয়ে যায়, এটাও একটা রেকর্ড। মেসির দল ইন্টার মায়ামির অ্যাওয়ে ম্যাচের হিসাব বাদ দিলেও, এবারের এমএলএসে দর্শকের গড় উপস্থিতি আগের চেয়ে বেশি। মেসির প্রভাব কেবল দর্শকেই পড়েনি, মাঠেও পড়েছে। মেসি-সুয়ারেসদের নৈপুণ্যে এবারের সাপোর্টার্স শিল্ড জিতেছে মায়ামি।
২০২০ সালে মেজর লিগ সকারে পথচলা শুরুর পাঁচ বছরের মধ্যে প্রতিযোগিতাটির প্রথম কোনো ট্রফির স্বাদ পেল ক্লাবটি। মেজর লিগ সকারে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডও গড়েছে মায়ামি; ইস্টার্ন কনফারেন্সে ২২ জয় ও আট ড্রয়ে ৭৪ পয়েন্ট নিয়ে আসরের প্রথম ভাগ শেষ করেছে তারা।