স্পোর্টিং কেসির মুখোমুখি হওয়ার আগে পাঁচ ম্যাচ ধরে জয় পাচ্ছিল না ইন্টার মিয়ামি। এর মধ্যে ৩টি ম্যাচেই হেরে বসে তারা। সবশেষ ম্যাচে হেরেছিল মন্টেরির বিপক্ষে। সেই মিয়ামি এবার লিওনেল মেসির গোলে জয়ে ফিরল। যার ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ পর জয়ে ফিরল মেসির দল।
রবিবার (১৪ এপ্রিল) মেজর লিগ সকারে স্পোর্টিংকে ৩-২ গোলে হারিয়েছে মায়ামি। ডেভিড বেকহামের দলের হয়ে গোল করেছেন দিয়েগো গোমেজ, মেসি ও লুইস সুয়ারেজ।
দিন তিনেক আগে মন্টেরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগেও হেরে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে বিদায় নিয়েছিলে মেসি-সুয়ারেজরা। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের গত ৬ ম্যাচের মধ্যে মায়ামি হেরেছে ৩ ম্যাচ, ড্র ২ ও জয় ১টি।
এই জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মার্টিনোর দল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে নিউইয়র্ক রেড বুলস। আগামী রোববার লিগে চেজ স্টেডিয়ামে ন্যাশভিলের মুখোমুখি হবে মায়ামি।
স্পোর্টিংয়ে বিপক্ষে ম্যাচেও মেসির ভক্ত-সমর্থকদের সামলাতে বেশ বেগ পেতে হয়েছে নিরাপত্তাকর্মীদের। বারবার মাঠে ঢুকে আর্জেন্টাইন কিংবদন্তিকে জড়িয়ে ধরে ছবি তোলার চেষ্টা করেন সমর্থকেরা। যুক্তরাষ্ট্রের ফুটবলে মেসি যাওয়ার পর থেকে এ দৃশ্যেরই পুনরাবৃত্তি হচ্ছে।