মেসিকে নিয়েও বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি

1

স্পোর্টস ডেস্ক

নিজেদের মাঠেই হারতে হয়েছে ইন্টার মায়ামিকে। লিওনেল মেসি খেললেও সুবিধা করতে পারেনি দলটি। গোলের দেখা পায়নি দল। ওরল্যান্ডো সিটির কাছে হারতে হয় ৩-০ ব্যবধানে। এই ম্যাচে ফিরেছেন লুইস সুয়ারেস। পুরো সময় মাঠে ছিলেন জর্দি আলবা, সের্হিও বুসকেতসসহ অন্যান্য তারকারাও।
বল দখলে এগিয়ে থেকেছে মায়ামি, তবে গোল পায়নি তারা। উল্টো ম্যাচের তিনটি গোলই হজম করেছে স্বাগতিকরা। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ সাত ম্যাচের মধ্যে এটি মায়ামির পঞ্চম হার। বাকি দুই ম্যাচের একটিতে জয়, অন্যটি ড্র করেছে তারা। পয়েন্ট টেবিলে ইন্টার মায়ামি ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে নেমে গেছে ষষ্ঠ স্থানে।