আসন্ন দলবদলের মৌসুমে লিওনেল মেসিকে দলে পেতে মরিয়া পিএসজি। এজন্য এমনকি দুই বছর মেয়াদী এক্তি চুক্তির প্রস্তাবও নাকি দিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। ‘টিএনটি স্পোর্টস ব্রাজিল’ এর বরাতে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ এমনটাই জানিয়েছে। ব্রাজিলের ওই সংবাদমাধ্যমের দাবি, লিগ ওয়ানের জায়ান্টরা নাকি মেসির জন্য এত বেশি অর্থের প্রস্তাব দিয়েছে, যা অন্য কোনো ক্লাবের পক্ষে এই মুহূর্তে অসম্ভব। এমনকি বার্সেলোনার পক্ষেও সম্ভব নয় আর্জেন্টাইন ফরোয়ার্ডকে এত অর্থের প্রস্তাব দিয়ে ধরে রাখা।
বার্সার নতুন বোর্ড প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাও খুব করে চান ছয়বারের ব্যালন ডি’অরজয়ীকে ধরে রাখতে। এজন্য নাকি নতুন প্রস্তাব তৈরি করার দ্বারপ্রান্তে আছেন তিনি।