করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় ইংলিশ প্রিমিয়ার লিগ-সহ সব স্তরের ইংলিশ ফুটবল স্থগিত থাকবে ৩০ এপ্রিল পর্যন্ত। অর্থাৎ মে মাসের আগে আর মাঠে দেখা যাবে না মোহামেদ সালাহ-সাদিও মানে- মেসুত ওজিল-রহিম স্টার্লিংদের মতো তারকাদের।
প্রিমিয়ার লিগ, ইএফএল, নারী সুপার লিগ এবং নারী চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ স্থগিত থাকবে নতুন নির্দেশনা না আসা পযর্ন্ত। কেবল ইংল্যান্ডে নয়, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডেও একই নিয়ম থাকছে। ফুটবল অ্যাসোসিয়েশন রাজি হয়েছে চলতি মৌসুম ‘অনির্দিষ্ট সময়ের জন্য বাড়ানোর।’ ২০১৯-২০ মৌসুম শেষ হওয়ার মুল সময় ছিল ০১ জুন।