মেরিন ড্রাইভ সড়কে দুর্ঘটনায় যুবক নিহত

0

পূর্বদেশ ডেস্ক

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শাপলাপুর এলাকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পারভেজ মোশাররফ (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে অবসরপ্রাপ্ত মেজর সিনহা চত্বরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশাররফ কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ষাইটপাড়া এলাকার আবুল ফয়েজের ছেলে। খবর বাংলানিউজের।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে টেকনাফের দিকে যাচ্ছিলেন মোশাররফ। পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশায় থাকা পাঁচযাত্রী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিয়েছে।