মেরিন একাডেমিতে সন্ধানীর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

0

বাংলাদেশ মেরিন একাডেমিতে “ডোনেট ব্লাড সেইভলাইভস” শিরোনামে অনুষ্ঠিত হল সন্ধানী চট্টগ্রাম মেডিকে লকলেজ ইউনিটের সহায়তায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। গত বুধবার একাডেমির অডিটোরিয়ামে এ্যাডজুটেন্ট নৌপ্রকৌ. গোলাম মোস্তফার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউএসটিসি’র কমিউনিটি মেডিসিনি এন্ড পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ও সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উপদেষ্টা ডা. শুভ্র প্রকাশ দত্ত এবং প্রধান অতিথি একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) মো. ইবনে কায়সার তৈমুর বলেন-রক্ত দান সর্বোৎকৃষ্ট সেবা। পৃথিবীতে সকল ধর্মেই মুমূর্ষুকে দানের কথা বলা হয়েছে। এতে অন্যান্যদের মধ্যে ছিলেন প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আতিকুর রহমান, নৌ-শিক্ষা প্রধান (অতিরিক্ত দায়িত্ব) ক্যাপ্টেন মোহাম্মদ ফিরোজ মোস্তফা, প্রধান শিক্ষা কর্মকর্তা খালিদ মাহমুদ, মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লে: কমান্ডার কাজী ইফতেখার হোসেন, নৌপ্রকৌ. মো. আজিজুর রহমান, প্রকৌশলী হিমু বড়ুয়া, প্রকৌশলী মো. আবুল কালাম খান, প্রকৌশলী মোহাম্মদ মাহমুদ মিয়া, মো. আসাদুজ্জামান, মোহাম্মদ শফিকুল আলম, ডা. গৌতম দাশগুপ্ত, সজলআহমেদ, মাহমুদুল হাসান, সন্ধানীর সভাপতি মো. ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক মো. মোহাইমিনুজ্জামান, মোহাম্মদ নেজাম উদ্দিন। বিজ্ঞপ্তি