ক্রীড়া প্রতিবেদক
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পৃষ্টপোষকতায় মেয়র কাপ অনূর্ধ্ব-১৮ একাডেমি ক্রিকেট টুর্নামেন্টে গতকাল দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত দিনের প্রথম ম্যাচে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি ৩ রানে চট্টগ্রাম ক্রিকেট একাডেমিকে এবং দিনের অপর ম্যাচে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট ৯ উইকেটে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স ক্রিকেট একাডেমিকে পরাজিত করে।
নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১০২ রান সংগ্রহ করে প্রথমে ব্যাট করা আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি। দলের পক্ষে সিয়াম ৩৯, ফারহান ১৬ এবং মাহাদি ১৮ রান করে। চট্টগ্রাম ক্রিকেট একাডেমির পক্ষে ২টি উইকেট পায় ওমর ফারুক। জবাবে ব্যাট করতে নামা চট্টগ্রাম ক্রিকেট একাডেমি ২০ ওভারে ৮ উইকেটে ৯৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে আল আমিন ৪০ এবং রবিউল ১৭ রান করে। আফতাব আহমেদ ক্রিকেট একাডেমির পক্ষে ২৬ রানে ৩টি উইকেট পায় ফারহান।
দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স ক্রিকেট একাডেমি। ১৭ ওভারে মাত্র ৫১ রান করে অল আউট হয় তারা। কোয়ালিটি এর পক্ষে ৪টি উইকেট নেয় আবদুল্লাহ আল সাঈদ। লক্ষ্য তাড়া করতে নেমে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট ১১.৫ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।
এদিকে রবিবারের প্রথম ম্যাচে চট্টগ্রাম ইয়ুথ ক্রিকেট একাডেমি ৫ উইকেটে রয়্যাল স্পোর্টস একাডেমিকে পরাজিত করে। একই মাঠে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে সিএস স্পোর্টস একাডেমি ডি/এল মেথডে ৯ রানে মিলেনিয়াম ক্রিকেট একাডেমিকে পরাজিত করে।
দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামা মিলেনিয়াম ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৮৮ রান সংগ্রহ করে। সিএস স্পোর্টস একাডেমির পক্ষে ১৮ রানে ৬টি উইকেট নিয়েছে আবির। জবাবে ব্যাট করতে নামা সিএস স্পোর্টস একাডেমি ১৮.২ ওভারে ৬ উইকেটে ৮৬ রান করলে বৃষ্টি শুরু হয়। এরপর আর খেলা হতে পারেনি। ফলে সিএস স্পোর্টস একাডেমি ৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে।