ক্রীড়া প্রতিবেদক
মেয়র অনূর্ধ্ব-১৮ একাডেমি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট ও ইস্পাহানী ক্রিকেট একাডেমি জয়লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার দিনের প্রথম খেলায় কোয়ালিটি স্কুল অব ক্রিকেট ৩৮ রানে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৪২ রানে করে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট। জবাবে আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি ১০৪ রান করে ৭ উইকেটে।
দিনের অন্য খেলায় ইস্পাহানী ক্রিকেট একাডেমি ৬ উইকেটে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমিকে পরাজিত করে। টসে জিতে জুনিয়র ক্রিকেট ট্রেনিং একাডেমি প্রথমে ব্যাট করে মাত্র ৬৪ রান করে সবাই আউট হয়ে যায়। জবাবে ইস্পাহানী ক্রিকেট একাডেমি ১৩.১ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।