গতকালকের প্রথম খেলায় আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি আগে ব্যাট করে ৮৭ রানে অলআউট। জেসিটিএ রেড ৮৮/৩ (১০.৪ ওভার)। ফলাফল জেসিটিএ ৭ উইকেটে জয়লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ জেসিটিএ রেড এর রাহিম (১৭ বলে ৪৫ রান)। তাকে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন জুনিয়র ক্রিকেট একাডেমির হেড কোচ তপন দত্ত।
দ্বিতীয় খেলায় বেসিক ক্রিকেট একাডেমি আগে ব্যাট করে ২৫৭/৩। মিরসরাই উপজেলা ৫১/১০ (১৭.৪ বল) উইকেট। ফলাফল ব্রেসিক ক্রিকেট একাডেমি ২০৬ রানে জয়লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ ব্রেসিক ক্রিকেট একাডেমির এর আদিব (৩০ বলে ৮৩ রান করে)। ম্যান অব দ্যা ম্যাচ তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী রিপন দে।