মেয়র কাপ অনূর্ধ্ব ১৪ ক্রিকেট

1

গতকালকের প্রথম খেলা ইস্পানি একাডেমি বনাম সাইনিং একাডেমি, বৃষ্টির জন্য খেলা ৫ ওভারে অনুষ্ঠিত হয়। ইস্পানি একাডেমি আগে ব্যাট করে ৪৭ করতে রান করে। সাইনিং ক্রিকেট একাডেমি ৪৮/৩।
ফলাফল: সাইনিং ক্রিকেট একাডেমি ৭ উইকেটে জয়লাভ করে।
ম্যান অব দ্যা ম্যাচ সাইনিং ক্রিকেট একাডেমির তামিম, তাকে ম্যান অব দ্যা ম্যাচ তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাবেক ক্রিকেট খেলোয়াড় কামাল হোসেন। দ্বিতীয় খেলা কোয়ালিটি ক্রিকেট একাডেমি বনাম জেসিটিএে গ্রিন ক্রিকেট একাডেমি। বৃষ্টির জন্য খেলা ১৫ ওভারে অনুষ্ঠিত হয়। জেসিটিএে গ্রিন ক্রিকেট একাডেমি আগে ব্যাট করে ৬৪/৭ (১৫ ওভারে ) রান করে।
কোয়ালিটি ক্রিকেট একাডেমি ৫৭/১০ (১১.১ ওভারে)
ফলাফল : জেসিটিএে গ্রিন ক্রিকেট একাডেমি ৭ রানে জয়লাভ করে।
ম্যান অব দ্যা ম্যাচ জেসিটিএে ক্রিকেট একাডেমির তুহিন (৩ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট)।
তাকে ম্যান অব দ্যা ম্যাচ তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক ক্রিকেট খেলোয়াড় ও কোচ মোহাম্মদ সাফদার আলী।