গতকালকের প্রথম খেলায় উদিয়মান একাডেমি আগে ব্যাট করে ৮৯/৮ রান করে।
বন্দর স্পোর্টস কমপ্লেক্স ক্রিকেট একাডেমি ৬৭/৭ (১৬)ওভারে।
ফলাফল: উদিয়মান ক্রিকেট একাডেমি ২২ রানে জয়লাভ করে।
ম্যান অব দ্যা ম্যাচ উদিয়মান ক্রিকেট একাডেমির জহুরুল ইসলাম জীবন (৩১ বলে ৩৫ রান)। তাকে ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার তুলে দেন সাবেক বাংলাদেশ ফুটবলার মোঃ মামুন।
বৃষ্টির জন্য দ্বিতীয় খেলা ১২ ওভারে অনুষ্ঠিত হয়।
সি এস ক্রিকেট একাডেমি আগে ব্যাট করে ৬৩/৬ (১২ ওভারে) রান করে।
এ জে ক্রিকেট একাডেমি ৫৯/১০ (১১.২ ওভারে)।
ফলাফল : সি এস ক্রিকেট একাডেমি ৪ রানে জয়লাভ করে।
ম্যান অব দ্যা ম্যাচ সি এস ক্রিকেট একাডেমির সাকিব (১১ রান, সাথে ৩ উইকেট)। তাকে ম্যান অব দ্যা ম্যাচ তুলে দেন ইসলামাবাদী মেমোরিয়াল ক্লাব এর এস এম সালাউদ্দিন।