স্পোর্টস ডেস্ক
গতকালকের প্রথম খেলায় এ জে ক্রিকেট একাডেমি আগে ব্যাট করে ১০০/৮ রান করে। উদিয়মান ১০১/২। ফলাফল: উদিয়মান ক্রিকেট একাডেমি ৮ উইকেটে জয়ী।
উদিয়মান ক্রিকেট একাডেমির এর আতিকুর রহমানকে (৪ ওভারে ১৫ রান দিয়ে ৪ উইকেট) ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার তুলে দেন সিটি করপোরেশন একাদশের কৃতি ক্রিকেটার রনি চৌধুরী।
দ্বিতীয় খেলায় জেসিটিএ গ্রিন আগে ব্যাট করে ৯০/৯ রান করে।
ইস্পানি ক্রিকেট একাডেমি ১৮.৩ ওভারে ৯১/৬, ৪ উইকেটে জয়লাভ করে।
ইস্পানি ক্রিকেট একাডেমির এর সাকিনকে (৪ ওভার ২ মেডেন ৩ উইকেট) ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর খেলোয়াড আশরাফুল ইসলাম।