স্পোর্টস ডেস্ক
গতকালকের প্রথম খেলায় এসএস ক্রিকেট একাডেমি আগে ব্যাট করে ২০৪/৫ রান করে।
ইনপিনিটি ৯২/১০ উইকেট
ফলাফল এসএস ক্রিকেট একাডেমি ১০৮ রানে জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচ এসএস ক্রিকেট একাডেমির এর অনুরাথ (৪৭ রান করে, সাথে ১ উইকেট) তাকে ম্যান অব দ্যা ম্যাচ তুলে দেন এসএস ক্রিকেট একাডেমির হেড কোচ কাজল দেবনাথ।
দ্বিতীয় খেলায় সানরাইজ ক্রিকেট একাডেমি আগে ব্যাট করে ১৭৮ রান করে।
বন্দর স্পোর্টস কমপ্লেক্স ১২৪/১০ উইকেট
ফলাফল সানরাইজ ক্রিকেট একাডেমি ৫৪ রানে জয়লাভ করে।
ম্যান অব দ্যা ম্যাচ সানরাইজ ক্রিকেট একাডেমির এর ওয়াহিদ (৪১ বলে৫৯ রান করে)। তাকে ম্যান অব দ্যা ম্যাচ ক্রেস্ট তুলে দেন সাবেক ক্রিকেটার, সানরাইজ ক্রিকেট একাডেমির হেড কোচ মাহাবুবুল করিম মিঠু