মেয়র একাডেমী কাপ ফুটবল খেলোয়াড় যাচাই ৮-৯ মার্চ

1

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন কর্তৃক আয়োজিত সিডিএফএ মেয়র একাডেমী কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন উপলক্ষ্যে সিডিএফএ কার্যনির্বাহী কমিটির সাথে অংশগ্রহণকারী একাডেমীর প্রতিনিধিবৃন্দের মধ্যকার এক সভা ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সিডিএফএ মেয়র একাডেমী কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এ অংশগ্রহণকারী একাডেমী সমূহের অনুরোধক্রমে বাছাই কার্যক্রম আগামী ৮ ও ৯ মার্চ দুপুর ১২টা হতে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। উক্ত সময়ের মধ্যে যে সমস্ত একাডেমীসমূহ তাদের রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পারেনি সে সমস্ত একাডেমীসমূহ নতুন করে আরো ৫টি ফরম গ্রহণ করার সুযোগ পাবেন। যেসব খেলোয়াড়দেরকে পূর্ববর্তী বাছাই কার্যক্রমে বাতিল করা হয়েছে সেসব খেলোয়াড়গণ নতুন বাছাই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না।