মেয়র একাডেমি কাপ অ-১৮ ক্রিকেট টুর্নামেন্ট ২০ মে শুরু

1

স্পোর্টস ডেস্ক

আসন্ন মেয়র একাডেমি কাপ টি-২০ (অ-১৮) ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ আগামী ২০ মে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে। ২০টি একাডেমি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। গত ১১ মে অনুষ্ঠিত টুর্নামেন্ট কমিটির সভার সিনদ্ধান্তের আলোকে আগামী ১৭ই মে ২০২৫, রাত ৮ টার মধ্যে নিজ নিজ দলের ১৮ জন খেলোয়াড়ের রেজিষ্ট্রেশন ফরম ও খেলোয়াড় তালিকা জমা দেয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ১৭ মে ২০২৫ ইং তারিখের মধ্যে যদি কোন একাডেমী রেজি: ফরম জমা প্রদানে ব্যর্থ হয় তাহলে ধরে নেয়া হবে উক্ত একাডেমী টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী একাডেমী সমূহের প্রত্যেক খেলোয়াড়ের জন্ম নিবন্ধন (কিউ আর কোড সম্বলিত), সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, বোর্ডের বয়স ভিত্তিক রেজিষ্ট্রেশন কার্ড এর ফটোকপি (যদি থাকে) জমা দিতে হবে। বোর্ডের কাগজ না থাকলে সে ক্ষেত্রে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের জে এস সি/এস এস সি/এইচ এস সি পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি (মুলকপি প্রদর্শন করতে হবে), মা ও বাবার এন আই ডি কার্ডের ফটো কপি রেজি: ফর্মের সাথে জমা দিতে হবে। যে সমস্ত খেলোয়াড়দের জন্ম তারিখ ০১/০৯/২০০৭ইং এর পর শুধুমাত্র তারাই এ টুর্নামেন্টে অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবে।