মেয়র একাডেমি কাপ অ-১৩ ফুটবল ফাইনালে শোভনীয়া

1

ক্রীড়া প্রতিবেদক

সিডিএফএ-মেয়র একাডেমি কাপ (অনূর্ধ্ব ১৩) ফুটবল টুর্নামেন্ট ২০২৫ দ্বিতীয় সেমি ফাইনাল খেলায় মাদারবাড়ি শোভনীয়া ফুটবল একাডেমি ১-০ গোলে পাঠানটুলী ফুটবল একাডেমিকে পরাজিত করে। নির্ধারিত সময়ে গোলশূণ্য ম্যাচের অতিরিক্ত সময়ে শোভনীয়ার জয়সূচক গোলদাতা রাব্বি হোসেন। ম্যাচ শেষে কান্নায় ভেঙ্গে পড়ে পাঠানটুলির ক্ষুদে ফুটবলাররা। রাব্বি হোসেনকে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার দেন পাঠানটুলী ফুটবল একাডেমির কোচ, সাবেক কৃতি ফুটবলার আনিসুর রহমান। আগামী ২২ মে অনুষ্ঠিতব্য ফাইনালে শোভনীয়া ফুটবল একাডেমির প্রতিপক্ষ পটিয়ার আবদুস সোবহান ফুটবল একাডেমি। এদিকে সিডিএফ-মেয়র অনুর্ধ ১৩ ফুটবল একাডেমি টুর্নামেন্টের ফাইনাল খেলার জন্য নতুন জার্সি উন্মোচন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে তিনি এই জার্সি উন্মোচনকালে চসিক মেয়র শোভনীয়া ফুটবল একাডেমির সকল খেলোয়াড়, কর্মকর্তাদের শুভেচ্ছা এবং শুভ কামনা জানান। এ সময় উপস্থিত ছিলেন মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমির ফুটবল কমিটির চেয়ারম্যান, সাংবাদিক বিপ্লব পার্থ, ভাইস চেয়ারম্যান ইয়াসির আরাফাত, আব্দুল মোনাফ টুটুল, টিম ম্যানেজার ইউনুস মিয়া জুয়েল, সদস্য নুর জাহেদ বাবলু, মোহাম্মদ মহসিন, সায়মন আহমেদ শাহেদ প্রমূখ।