ক্রীড়া প্রতিবেদক
মেয়র একাডেমি কাপ অনুর্ধ্ব – ১৮ ক্রিকেট টুর্নামেন্ট আজ চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হচ্ছে । সকাল ৯টায় প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেন।
এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী ২০টি দল লটারীর মাধ্যমে মোট ৪ গ্রুপে বিভক্ত হয়ে এবার শিরোপা জয়ের লড়াইয়ে মাঠ নামছে। ৪টি গ্রুপ চ্যাম্পিয়ন দলকে নিয়ে ২টি সেমিফাইনাল ও সেমিফাইনালে ২টি বিজয়ী দলের ফাইনাল ম্যাচ সহ টুর্নামেন্টে মোট ৪৩টি খেলা অনুষ্ঠিত হবে। এবারের টুর্নামেন্টের বাজেট নির্ধারণ করা হয়েছে ৬,২৯,০০০ টাকা, যার পুরেটাই প্রদান করবেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মেয়র ডাঃ শাহাদাত হোসেন। উদ্বোধনী দিনের ১ম খেলায় সকাল ৯.০০ টায় রয়েল স্পোর্টস একাডেমি – সাইনিং স্পোর্টস একাডেমির ও ২য় খেলায় দুপুর ১.৩০ টায় সি এস স্পোর্টস একাডেমি – চট্টগ্রাম ইয়ুথ ক্রিকেট একাডেমির মোকাবেলা করবে। পরবর্তীতে মোট দুইটি ভেন্যু চট্টগ্রাম জেলা স্টেডিয়াম ও চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে টুর্নামেন্টের খেলা সমুহ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে গতকাল সোমবার বিকালে সিজেকেএস কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে মেয়র একাডেমি কাপ (অ – ১৮) টি -২০ ক্রিকেট টুর্নামেন্ট – ২০২৫ এর সম্পাদক এ কে এম আবদুল হান্নান আকবর সাংবাদিকদেও বিভিন্ন বিষয়ে অবগত করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রামের ক্রিকেট খেলাকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে একাডেমি দলকে নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন। স্থানীয় ক্রিকেটে খেলোয়াড়দের মান উন্নয়ন ও দক্ষ খেলোয়াড় তৈরীতে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক আমিনুল ইসলাম, ফরিদ আহাম্মদ, মকসুদুর রহমান বুলবুল, মোঃ জসিম উদ্দিন চৌধুরী, এম এ মুসা বাবলু, শওকত হোসেন, আবদুল আহাদ রিপন, আলী হাসান রাজু, আমিনুল হক, তপন দত্ত, মোঃ ইমরান উদ্দিন, জয়নাল আবেদিন, ফারুক হোসেন টিটু, শাহ মাহফুজুর রহমান পল্লব, ওয়াসিম কামাল রাজা প্রমুখ।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী একাডেমিসমুহ হল : ইস্পাহানি ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম ইয়ুথ ক্রিকেট একাডেমি, সিএস স্পোর্টস একাডেমি, নাজিম উদ্দিন ক্রিকেট একাডেমি, সাইনিং স্পোর্টস একাডেমি, চট্টগ্রাম বেসিক ক্রিকেট একাডেমি, মিলেনিয়াম ক্রিকেট একাডেমি, জুনিয়ার ক্রিকেট ট্রেইনিং একাডেমি, ব্রাদার্স ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম ক্রিকেট একাডেমি, এস এস ক্রিকেট একাডেমি, রয়েল স্পোর্টস একাডেমি, ব্রাইট ক্রিকেট একাডেমি, আফতাব আহমেদ ক্রিকেট একাডেমি, কোয়ালিটি স্কুল অব ক্রিকেট একাডেমি, চট্টগ্রাম সানশাইন ক্রিকেট একাডেমি, বন্দর স্পোর্টস একাডেমি, উদীয়মান ক্রিকেট একাডেমি, নিউ ক্রিকেট একাডেমি ও পোর্ট সিটি ক্রিকেট একাডেমি।