মেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব ১৩ ফুটবল ফাইনালে আব্দুস সোবহান

1

ক্রীড়া প্রতিবেদক

মেয়র একাডেমি কাপ (অনূর্ধ্ব ১৩) ফুটবল টুর্নামেন্ট এর ফাইনালে উঠেছে পটিয়ার আব্দুস সোবহান ফুটবল একাডেমি। গতকাল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমি ফাইনাল খেলায় আব্দুস সোবহান ফুটবল একাডেমি সহজেই ৩-০ গোলে আনোয়ারা ফুটবল একাডেমিকে পরাজিত করে। গোলদাতা ইসফাক বিন আলম ২ টি ও নিলয় পরিহিত ১ টি। ইসফাক বিন আলমকে ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার দেন আনোয়ারা ফুটবল একাডেমি ম্যানেজার মোঃ সাদ্দাম।