গতকালকের (বুধবার) প্রথম খেলায় মিরসরাই ক্রিকেট একাডেমি আগে ব্যাট করে ৭৪/১০ (১৬.২) রান করে। কোয়ালিটি ৭৫/২ (৮.৩ ওভার)। ফলাফল কোয়ালিটি ক্রিকেট একাডেমি ৮ উইকেটে জয়লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ কোয়ালিটি ক্রিকেট একাডেমির এর তাচিনউল হাবিব (২২ বলে ৩৪ রান করে সাথে ৪ ওভারে ১০ রান দিয়ে ১ উইকেট) তাকে ম্যান অব দ্যা ম্যাচ তুলে দে কোয়ালিটি ক্রিকেট একাডেমি হেড কোচ নাহিদ।
দ্বিতীয় খেলায় ব্রাদাস ক্রিকেট একাডেমি আগে ব্যাট করে ২৬০/৭ রান করে। সি সি এ গ্রিণ: ৯.৫ বলে ৩০/১০। ব্রাদাস ক্রিকেট একাডেমি ২৩০ রানে জয়লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ ব্রাদাস ক্রিকেট একাডেমির এর সাদমান আল তাহচিন (৩৯ বলে ১০১ রান করে), তাকে ম্যান অব দ্যা ম্যাচ তুলে দে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর খেলোয়াড় রবিন।