মেয়র অনূর্ধ্ব-১৩ একাডেমি কাপ সেমিতে আনোয়ারা ফুটবল একাডেমি

1

ক্রীড়া প্রতিবেদক

সিডিএফএ-মেয়র অনূর্ধ্ব ১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে আনোয়ারা ফুটবল একাডেমি। গতকাল তৃতীয় কোয়ার্টার ফাইনালে তারা ২-০ গোলে বাংলাদেশ বয়েজ ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে গোলদাতা নিয়ামুল করিম ও আজম খান। ম্যান অব দ্যা ম্যাচ নিয়ামুল করিমকে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ইয়াসিন আরাফাত পাপলু। আগামীকাল প্রথম সেমিফাইনালে আনোয়ারা ফুটবল একাডেমি মুখোমুখি হবে আবদুস সোবহান ফুটবল দলের বিপক্ষে।
আজ ৪র্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে শিকলবাহা ফুটবল একাডেমি এবং পাঠানটুলী ফুটবল একাডেমি, চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বিকাল ৪টায়।