রাঙ্গুনিয়া প্রতিনিধি
‘সম্যক’ রাঙ্গুনিয়া শাখার উদ্যোগে ‘নীহার কান্তি বড়ুয়া’ স্মৃতি ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ, গুণীজন সংবর্ধনা ও নব-কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে থানা সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সম্যক’ রাঙ্গুনিয়া শাখার সভাপতি বিজয় বড়ুয়া।
সাধারণ সম্পাদক একান্ত বড়ুয়া বাপ্পির সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপেন্দ্র বিজয় ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রদীপ কুমার বড়ুয়া। আশির্বাদক ছিলেন ঢাকা ধর্মরাজিক মহাবিহারের উপাধ্যক্ষ ধর্মানন্দ মহাথের, পশ্চিম সৈয়দবাড়ি শান্তিময় বিহারের অধ্যক্ষ জ্ঞানবংশ মহাথের। প্রধান অতিথি ছিলেন সম্যক রাঙ্গুনিয়া শাখার প্রধান পৃষ্ঠপোষক দীপংকর মহাথের। বিশেষ অতিথি ছিলেন বৃত্তির পৃষ্ঠপোষক নন্দশ্রী থের। উদ্বোধক ছিলেন প্রকৌশলী রিটন বড়ুয়া।
সংবর্ধিত অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া হৃদয়, চট্টগ্রাম জেলা জজ কোর্টের এপিপি অ্যাড. জয় বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন সম্যক রাঙ্গুনিয়া শাখার পৃষ্ঠপোষক সুজিত তালুকদার, বিমান বড়ুয়া, সুব্রত বড়ুয়া, সম্যক কেন্দ্রীয় কমিটির সভাপতি তুহিন বড়ুয়া, সাধারণ সম্পাদক অভি বড়ুয়া, শিক্ষক অভিজিৎ বড়ুয়া, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব’র সহ-সভাপতি আব্বাস হোসাইন আফতাব প্রমুখ।