চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেছেন, নতুন প্রজন্মকে দক্ষ ও সুশিক্ষিত নাগরিক হিসাবে গড়ে তুলতে মেধাবৃত্তি পরীক্ষার গুরুত্ব রয়েছে। এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা নিজেদের ঋদ্ধ করে ডিজিটাল বাংলাদেশ গড়তে নেতৃত্ব দিতে পারবে। সিটিবি কর্তৃপক্ষের এই আয়োজনে ভবিষ্যতে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। তিনি গতকাল শুক্রবার সকালে নগরীর এনায়েত বাজার মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে দি চিটাগং ট্রাস্ট-বাংলাদেশ (সিটিবি) পরিচালিত ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন। এই পরীক্ষায় নগরীর বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১২শ’ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেছেন, আজকের মেধাবী ছাত্ররাই ভবিষ্যতে দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান বলেছেন, জাতির ভবিষ্যৎ শিশুদের মেধা বিকাশে সিটিবি যে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছে তা প্রশংসার দাবি রাখে। এ ধরণের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানানুশীলনে বিশেষ ভূমিকা রাখছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (দক্ষিণাঞ্চল) প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন, চট্টগ্রাম ওয়াসার উপ-সচিব ড. পীযুষ দত্ত, সিএমপি’র উপ-পুলিশ কমিশনার বিজয় কুমার বসাক, চট্টগ্রাম মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এড. চন্দন তালুকদার, ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক শিল্পপতি তিনকড়ি চক্রবর্তী, উপসচিব (অব.) দিলীপ কান্তি চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক এড. নিতাই প্রসাদ ঘোষ, মহানগর পূজা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুজিত দাশ, সিটিবি’র প্রধান উপদেষ্টা অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, ট্রাস্টের চেয়ারম্যান ডা. নারায়ন মজুমদার, মহাসচিব অধ্যাপক জনার্দ্দন বনিক, পরীক্ষা কমিটির সমন্বয়কারী অরুন কান্তি মল্লিক, আহবায়ক অধ্যাপক মৃণাল কান্তি বনিক, সদস্য সচিব শিক্ষক উত্তম কুমার চক্রবর্ত্তী, যুগ্ম সমন্বয়কারী মাভৈঃ তারানাথ চক্রবর্তী, অধ্যাপক প্রিয়তোষ চৌধুরী, মিলন কান্তি রুদ্র, ব্যাংকার নারায়ণ দাশ, দোলন দাশ, জগদীশ মল্লিক, রুমকী সেনগুপ্ত, রাজশ্রী মজুমদার চৌধুরী, এড. নিরঞ্জন কুমার চৌধুরী, তাপস তালুকদার, যুবরাজ মল্লিক, শিমুল দাশ, শ্যামল দেব, কমল দাশ শিমুল, নোবেল কিশোর চৌধুরী, রনজিত নাথ, দুর্জয় বিশ্বাস, সৈকত ভট্টাচার্য্য, সজল দাশ, ডা. অপূর্ব ধর, রূপন নন্দী, অভিজিৎ চক্রবর্তী, কনক রাজ, মিজানুর রহমান, শুক্লা মজুমদার, ফাহমিদা বেগম, সুমী দে, রফি দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি