মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে নগর বিএনপি

4

নিজস্ব প্রতিবেদক

আগামী প্রজন্মকে যোগ্য নেতৃত্ব ও জ্ঞানসমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে মহানগর বিএনপির উদ্যোগে এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে। প্রায় ২৫০ জন শিক্ষার্থীকে দেওয়া হবে সম্মাননা।
এ উপলক্ষে গতকাল শনিবার বিকেল ৩ টায় নাসিমন ভবনে মহানগর বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সংবর্ধনা অনুষ্ঠান সফল করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ২২ নভেম্বর সংবর্ধনা অনুষ্ঠান হবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপির আহব্বায়ক এরশাদ উল্লাহ বলেন, জনগণের অধিকার পুনরুদ্ধার ও রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা হিসেবে তারেক রহমানের ৩১ দফা সংস্কার কর্মসূচিতে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া, তাদের অনুপ্রাণিত করা এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিই আমাদের লক্ষ্য। তাদের জ্ঞানের আলোয় বাংলাদেশ আধুনিক, সমৃদ্ধ ও শিক্ষিত জাতির পথে এগিয়ে যাবে।
তিনি বলেন, শিক্ষার্থীরাই দেশ গড়ার হাতিয়ার। তাদের সঠিক দিক-নির্দেশনা ও মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। বিএনপি বিশ্বাস করে, মেধা ও নৈতিকতার সমন্বয়েই জাতীয় নেতৃত্ব তৈরি হয়।সভায় সভাপতিত্ব করেন সংবর্ধনা উপ-কমিটির আহব্বায়ক ও নগর বিএনপির যুগ্ম আহব্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা।
সভায় বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহব্বায়ক শফিকুর রহমান স্বপন, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল ও মঞ্জুরুল আলম মঞ্জু। এছাড়া উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, খোরশেদুল আলম ও মঞ্জুর রহমান চৌধুরী।
উপ-কমিটির সদস্য ও নগর বিএনপির যুগ্ম আহব্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা বলেন, এবার ২০০ থেকে ২৫০ জন এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হবে। আগামী ২২ নভেম্বর চট্টগ্রামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আমরা অনুষ্ঠান সফল করতে প্রস্তুতি নিচ্ছি।