মেদাকচ্ছপিয়া মানুষ হাতি দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা

1

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের মেদাকচ্ছপিয়ায় মানুষ হাতি দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর (শনিবার) সকাল ১১ টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার মেদাকচ্ছপিয়া পার্ক অফিসে এ সভার আয়োজন করা হয়। নেকম ইকোলাইফ প্রকল্পের সার্বিক সহযোগিতায় সাইট অফিসার সিরাজুম মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেদাকচ্ছপিয়া রেঞ্জ কর্মকর্তা হুমায়ুন আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মারুফ হোসেন। বিশেষ অতিথিদের মধ্যে নেকম ডিপিডি ড.শফিকুর রহমান, এনআরএম ম্যানেজার আবদুল কায়ুম, ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দীন, মেদাকচ্ছপিয়া সহ ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি শফিকুর রহমান, সদস্য সেলিম উদ্দীন ও ফাঁসিয়াখালী সহ ব্যবস্থাপনা কমিটির এলমুন নাহার মুন্নী বক্তব্য রাখেন। এসময় মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান, ফাঁসিয়াখালী বিট কর্মকর্তা খসরুআমিন, ডুলাহাজারা বিট কর্মকর্তা মোঃ শাহরিয়ার, রাজিয়া সোলতানা, খালেদ চৌধুরী, নেকম কর্মকর্তা সাইদুর রহমান, সাইফুল ইসলাম, আবু জাফর মোঃ সেলিমসহ বিভিন্ন বনবিটের এফজিসহ সিপিজি টহল দলের প্রায় শতাধিক নারী পুরুষ সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সিপিজি টহলদলের মাঝে পাহারা উপকরণ বিতরণ করা হয়েছে।