নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়নে নতুন প্রতিষ্ঠানকে দায়িত্ব প্রদান করা হয়েছে। বর্তমান প্রতিষ্ঠানের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সোমবার চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার (এস) আই ইউ এ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে নতুন প্রতিষ্ঠানটিকে নিয়োগের কথা বলা হয়।
নিয়োগ পাওয়া নতুন প্রতিষ্ঠানটির নাম ‘নগর সেবা সংস্থা’। সংস্থাটির পরিচালনার দায়িত্বে আছে ‘হাসনাত কর্পোরেশন ও মেসার্স সুলতান কর্পোরেশন’। চুক্তির মেয়াদকালীন সময়ে সংস্থাটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার মেডিক্যাল বর্জ্য সংগ্রহ, পরিবহন ও স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান থেকে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ও ফি সংগ্রহে কাজ করবে।
উল্লেখ্য, ‘চট্টগ্রাম সেবা সংস্থা’ নামক একটি প্রতিষ্ঠানের সাথে বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ ও প্রতিষ্ঠানটির সাথে কার্যক্রম বাতিলের পর নতুন এই প্রতিষ্ঠানকে মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োগ করা হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়।