নিজস্ব প্রতিবেদক
বেসরকারি চিকিৎসা সেবায় চট্টগ্রামের অন্যতম বৃহৎ চিকিৎসা প্রতিষ্ঠান মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড রোগী সেবার মান উন্নত করতে ও রোগীদের আরও ভালো চিকিৎসা সুবিধা দেওয়ার লক্ষ্যে নতুন ২০ তলা ভবন ও একাধিক বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র উদ্বোধন করেছে। গতকাল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়। এর ফলে হাসপাতালের শয্যাসংখ্যা ১৩৫ থেকে বেড়ে ২৫০ হয়েছে এবং আধুনিক চিকিৎসাসেবার পরিধি আরও বিস্তৃত হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ভবনটির সাথে চালু হয়েছে বেশ কয়েকটি বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র। এর মধ্যে রয়েছে হৃদরোগ কেন্দ্র, কিডনি রোগ কেন্দ্র, পরিপাকতন্ত্র রোগ কেন্দ্র, স্নায়ুরোগ কেন্দ্র, নারীদের জন্য বিশেষায়িত হাসপাতাল কেন্দ্র, হাড় ও আঘাতজনিত চিকিৎসা কেন্দ্র, হৃদরোগের ক্যাথল্যাব ও সার্জারি কেন্দ্র। আরো রয়েছে, চতুর্থ প্রজন্মের উন্নত এমআরআই মেশিন, উচ্চক্ষমতাসম্পন্ন সিটি স্ক্যান মেশিন, আধুনিক অপারেশন থিয়েটার, নিবিড় পরিচর্যা কেন্দ্র এবং উন্নত মানের রোগ নির্ণয় সুবিধা। উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এখানে সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এতে চালু করা হয়েছে ডিজিটাল স্বাস্থ্য রেকর্ড, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, দ‚রবর্তী চিকিৎসা সেবা এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর রোগ নির্ণয় ব্যবস্থা। এসব সুবিধার ফলে রোগীরা আরও সহজে উন্নত চিকিৎসা গ্রহণ করতে পারবেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ কে এম ফজলুল হক বলেন, আমরা আধুনিক প্রযুক্তি ও বিশেষায়িত সেবার মাধ্যমে চট্টগ্রামের জনগণকে উন্নত চিকিৎসা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন এই স¤প্রসারণের ফলে চট্টগ্রামের চিকিৎসা সেবা আন্তর্জাতিক মানে উন্নীত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।