আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারায় সম্পত্তি নিয়ে বিরোধে নাজিম নামে এক যুবককে চাচাতো ভাই ও চাচা গরু চোর আখ্যা দিয়ে দলবল নিয়ে পিটুনি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ২৬ অক্টোবর সকাল ৬ টায় হাইলধর সৈয়দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নাজিম এখন চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন।ডাক্তার বলেছেন তার অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় গতকাল ১ নভেম্বর নাজিমের স্ত্রী সাহেদা আকতার মুক্তা বাদী হয়ে নাজিমের চাচা আহমদ ছফা (৫৫) ও চাচাতো ভাই লিটনসহ (৩৫) নির্দিষ্ট ৮ জন এবং অজ্ঞাত আরও ১০/১৫ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ নাজিমের চাচা আহমদ ছফাকে গ্রেপ্তার করেছে। লিটনসহ অন্যরা পালিয়ে গেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার দিন নাজিম বাড়িতে ঘুমিয়ে ছিলেন। পাশ্ববর্তী এক নারীর গরু চুরির চেষ্টাকারী গরুচোর মোজাফফর আহমদ প্রকাশ কেনুকে জনগণ পুকুরে থেকে আটক করে গণপিটুনি দেয়। এসময় মোজাফফর ও তার ছেলে লিটন কেনুকে ভয়-ভীতি দেখিয়ে নাজিম জড়িত ছিলেন বলে স্বীকারোক্তি নেন। এরপর নাজিমকে ঘর থেকে টেনে বের করে লোকজন নিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, গণপিটুনি খেয়ে নাজিমের দেহ পড়ে আছে। নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাজিমকে উদ্বার করে প্রথমে আনোয়ারা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার নাজিমকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে। নাজিম বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক।
নাজিমের স্ত্রী জানান, আমার স্বামী নির্দোষ। তাকে আমার ভাসুর আর তার ছেলে সম্পত্তির বিরোধের জেরে লোকজন জড়ো করো পিটিয়েছে। আমার ৩টা সন্তান। আমি এদের নিয়ে কীভাবে চলব?
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, ভিকটিমের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ মোজাফফরকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।











