মুসলিম হাই স্কুলে হামলার প্রতিবাদ

1

নগরের সরকারি মুসলিম হাই স্কুলে ইসকন অনুসারীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন স্কুলের সাবেক ছাত্র এমএ. হান্নান, রোকন উদ্দীন, তৌসিফ, ওমর ফয়সাল, অনি এবং অন্যান্যরা। বক্তারা স্কুলে হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেন। খবর বাংলানিউজের
মুসলিম হাই স্কুলের প্রাক্তন ছাত্র এমএ হান্নান বলেন, এই হামলা শুধুমাত্র স্কুলের ওপর আক্রমণ নয়, এটি আমাদের ঐতিহ্য ও পরিচিতির ওপর আঘাত।হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, অ্যাডভোকেট আলিফকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা বরদাশত করা হবে না। মুসলিম হাই স্কুলের সামনে আলিফ ভাইয়ের হত্যার বিচার চাই।
বক্তারা আরও বলেন, চট্টগ্রাম-৯ আসনের সাংসদ নওফেল ও তার সহযোগীরা এ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। নওফেলসহ এই হামলার পেছনে থাকা সব ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এসময় বক্তারা ইসকনকে একটি সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন হিসেবে উল্লেখ করে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবি জানান।