১ মহররম ১৪৪৭ হিজরি, আরবি হিজরি ১৪৪৭ সনকে বরণ করে নিতে বাংলাদেশ মুসলমান ইতিহাস সমিতির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। সূর্যাস্তের পর এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুসলমান ইতিহাস সমিতির সভাপতি সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন। সভায় আলোচক ছিলেন সমিতির সাংগঠনিক সম্পাদক তারিফ হোসেন, বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদের সাধারণ সম্পাদক, মরমী কবি নাজমুল হক শামীম, কবি দেলোয়ার হোসেন মানিক, সমাজকর্মী জিএম মামুনুর রশিদ, ইতিহাসপ্রেমী আবদুল আজিজ, নুরুল আলম, তৈয়বুর রহমান ও আফজল কাদেরি প্রমুখ। বক্তারা হিজরি ক্যালেন্ডার প্রবর্তনের পটভূমি, ইসলামী ঐতিহ্য, গুরুত্ব, এবং মুসলিম জাতির আত্মপরিচয় রক্ষায় ইতিহাসচর্চার প্রয়োজনীয়তা তুলে ধরেন। অর্ধ জাহানের নেতৃত্ব দানকারী ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক (রা.) সর্বপ্রথম হিজরি নববর্ষ সন গণনা শুরু করেন। ইতিহাস চর্চা কোনো বিলাসিতা নয়, বরং জাতি গঠনের এক অপরিহার্য উপাদান। বিজ্ঞপ্তি