মুসলিম উম্মাহ’র শান্তি কামনা জামেয়ায়

1

আন্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র ব্যবস্থাপনায় গতকাল সোমবার আওলাদে রাসুল, হযরতুলাহাজ আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্র (মা.জি.আ) ইমামতিতে এবারের সফরের শেষ এশা নামাজ ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন জুলুস ময়দানে অনুষ্ঠিত হয়।
দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরীফের সাহেবজাদা হযরতুলহাজ সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ) নামাজ আদায় করেন। এরপর হাজার হাজার মুসল্লী সিলসিলায়ে আলীয়া কাদেরিয়া ত্বরিকায় দিক্ষিত হন।
এতে উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মনজুর আলম মনজু, সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মুহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ সিরাজুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম. গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারি কমর উদ্দিন সবুর, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মুহাম্মদ গোলাম মহিউদ্দিন, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র সাবেক চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, আনজুমান ট্রাস্ট’র সদস্যবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশের সদস্যবৃন্দ, অসংখ্য ওলামায়ে কেরামসহ লক্ষাধিক মুসল্লী।
পরে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহ’র শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা ও প্রয়াত মরহুম আলহাজ মোহাম্মদ মহসিন’র মাগফেরাত কামনা করে দো’আ ও মুনাজাত পরিচালনা করেন আল্লামা সাবির শাহ্্ (মা.জি.আ)।
উল্লেখ্য, পবিত্র জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’র মাহফিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আজ মঙ্গলবার আল্লামা সাবির শাহ্ (মা.জি.আ) ও আল্লামা কাসেম শাহ্ (মা.জি.আ) শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭:১০ টায় বাংলাদেশ বিমানযোগে স্বদেশের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করবেন।
তাদের সফরসঙ্গী হিসেবে সাথে থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান, আনজুমান সদস্য আলহাজ পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসেন খোকন। বিজ্ঞপ্তি