‘মুসলমান সমাজকে কল্যাণকামী করেছেন শেরে বাংলা’

1

শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫২তম জন্মবার্ষিকীতে ইতিহাসের পাঠশালা’র আয়োজনে ২৬ অক্টোবর দুপুরে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেট মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক আলহাজ সাইফুদ্দিন। প্রধান অতিথি ছিলেন কবি আলহাজ চৌধুরী গোলাম রাব্বানী। বিশেষ অতিথি ছিলেন ইতিহাসের পাঠশালার পরিচালক সোহেল মো. ফখরুদ-দীন, সাংবাদিক সোহেল তাজ, মাওলানা কারী বদিউজ্জামাল, জহির উদ্দিন, আলী মূকাররীম মুনীরুল হক খোরাসানী, দেলোয়ার হোসেন মানিক প্রমুখ।
বক্তারা শেরে বাংলার রাজনৈতিক দূরদর্শিতা, জনকল্যাণমূলক কর্মকান্ড এবং বাংলার কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন সত্যিকারের জননেতা, যাঁর নেতৃত্বে বাংলার মাটি ও মানুষের মুক্তির আন্দোলন নতুন দিশা পেয়েছিল। বাঙালি মুসলমান সমাজকে শিক্ষা সংস্কৃতি রাজনৈতিক পরিমন্ডলে এনে কল্যাণকামী করেছেন। অনুষ্ঠান শেষে শেরে বাংলার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি