বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহাগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার বলেন, ক্ষুধা, দারিদ্র্য ও অভাব মুক্ত এবং কুরআনের আলোয় উদ্ভাসিত একটি মডেল সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করে চলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী মানবতার সংগঠন। জামায়াতে ইসলামীর পাঁচলাইশ থানা কার্যালয়ে মুরাদপুর সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত ‘শীতকালীন উপহার’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহানগরী জামায়াতের এসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা খায়রুল বাশার উক্তরোক্ত কথা বলেন। ওয়ার্ড সভাপতি আলমগীর আলমের উদ্যোগে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ থানা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি এবং আইন বিভাগীয় দায়িত্বশীল শফিউল আজিম মন্টি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল কুদ্দুস, আব্দুন নুর বুলবুল প্রমুখ। বিজ্ঞপ্তি