শাকিব খান মুম্বাই যাচ্ছেন। শাকিব খান তার শুটিং ফ্লোরে থাকা ছবি ‘বরবাদ’ এর বেশীরভাগ শুটিং সম্পন্ন করেছেন। বাকি অংশের শুটিং করতে আবারও মুম্বাই উড়াল দিচ্ছেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক। এ ছবির পরিচালক মেহেদী হাসান হৃদয়জানিয়েছেন, ১০/১১ তারিখ শাকিব খান ‘বরবাদ’ শেষ করতে মুম্বাইয়ে যাচ্ছে। সেখানে দুসপ্তাহে তিনি বাকি অংশের শুটিং শেষ করবেন। এই নির্মাতা বলেন, ইতোমধ্যে ২৮দিন শুটিং করে ফেলেছি। যতটুকু কাজ করেছি, আমার বিশ্বাস আছে দর্শক পছন্দ করবেন। আমাদের দর্শকরা যেসব সিনেমার রেফারেন্স দিয়ে সার্বক্ষণিক অনলাইনে আলাপ-আলোচনা করেন ‘বরবাদ’ অনেকটা তেমন সিনেমা হতে যাচ্ছে। শাকিব ভাই থেকে পুরো টিম এই কাজ নিয়ে কনফিডেন্ট। আশা করবো, আগামীতে টিজার-ট্রেলার রিলিজের পর দর্শকরা আমাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবেন। গেল ডিসেম্বরে ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের লুক পোস্টার রিভিল হয়। তখন শাকিব নিজেও বলেছিলেন, বরবাদ যে আয়োজনের ছবি তা অতীতের সব ছবিকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা রাখে।