ভারতের মুম্বাইয়ের একটি বহুতল ভবন ধসে অন্তত সাতজন নিহত হয়েছেন। আটকা পড়ে আছেন ৩০ জনেরও বেশি। তাদের উদ্ধারে চলছে উদ্ধার অভিযান। কর্মকর্তাদের উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ভবনটি ধসে পড়ে ।
তবে এই ভবনধসের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে ডোংরির ওই ভবনটি প্রায় ১০০ বছরের পুরোনো। সম্প্রতি ভারী বৃষ্টিপাতে এর কাঠামো দুর্বল হয়ে পড়েছে। সাতজনের মরদেহ উদ্ধার করা হলেও এখনও অনেকে আটকা পড়ে আছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা ও দমকল বাহিনী।